৯৮ শতাংশ শাহী পরিবহনের চলাচলের রুট পারমিট নেই

Jahangir Alam babu    |    ০৬:৪৮ পিএম, ২০২০-০৭-২২


৯৮ শতাংশ শাহী পরিবহনের চলাচলের রুট পারমিট নেই

জাহাঙ্গীর আলম বাবুঃ জামায়াত নেতা আবদুল গোরফান চিশতি  মালিকানাধীন শাহী পরিবহনের ৯৮ শতাংশ গাড়ি চলাচলের রুট পারমিট নেই। অদৃশ্য কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অথচ বিআরটিএর সূত্র বলছে, ঢাকা মেট্রো-ব ১৪-৪৪৪৯ গাড়িটি ২০০৯ সালের ১০ই সেপ্টেম্বর নিবন্ধিত হয়।চলতি বছরের এই সময় পর্যন্ত চলাচলের রুট পারমিট পাইনি। অথচ ক্ষমতার বলয় ব্যবহার করে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে গাড়িটি। এইভাবে চলছে শাহী পরিবহনের ৯৮ শতাংশ বাস।

বিআরটিএর সদর কার্যালয় বলছে আন্তঃজেলা রুটে চলাচলকারী একই বিভাগের আওতাধীন রুটে স্টেজ ক্যারেজ (বাস, মিনিবাস) ও কন্ট্রাক্ট ক্যারেজ-এর আবেদন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার কর্তৃক ইস্যু/নবায়ন -এর জন্য বিআরটিএ’র বিভাগীয় অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ দাখিল করতে হয়।

শাহী পরিবহনের অর্ধশতাধিক মধ্যে ২৫টি গাড়ির কাগজ পত্রের  উপর অনুসন্ধান করেন প্যাসেঞ্জার ভয়েস।  

গাড়ি গুলোর নাম্বার হলো-
ঢাকা মেট্রো ব- ১৫-৬৪২০, ঢাকা মেট্রো ব- ১৫-২১৯০, ঢাকা মেট্রো ব- ১৪-৪৪৪৯, ঢাকামেট্রো -ব- ১৪-০৯৯১, ঢাকা মেট্রো ব- ১৪-৪৪৫০, ঢাকা মেট্রো ব- ১৪-৩৫০৮, ঢাকা মেট্রো ব- ১৪-৩৫২৬, ঢাকা মেট্রো ব- ১৪-০৯৯২, ঢাকা মেট্রো ব- ১৪-৫৫২৮, ঢাকা মেট্রো ব- ১৪-৫৫১৬, ঢাকা মেট্রো ব- ১৪-৫৫২৯, ঢাকা মেট্রো ব- ১৪-৩৫৪৫, ঢাকা মেট্রো ব- ১৪-৫৫৩০, ঢাকা মেট্রো ব- ১৪-৫৪৮৫, ঢাকা মেট্রো ব- ১৫-৬৫৪৯, ঢাকা মেট্রো ব- ১৪-৩২৫৩, ঢাকা মেট্রো ব- ১৪-৩২১২, ঢাকা মেট্রো ব- ১৫-০০৬৮, ঢাকা মেট্রো ব- ১৫-০০৬৭, ঢাকা মেট্রো ব- ১৫-৬৫৪৯, ঢাকা মেট্রো ব- ১৫-০০৭১, ঢাকা মেট্রো ব- ১৫-০০৭০, ঢাকা মেট্রো ব- ১৫-০০৬৯, ঢাকা মেট্রো ব- ১৫-২১৮৯, ঢাকা মেট্রো ব- ১৫-২০৭০, ঢাকা মেট্রো ব- ১৫-০০৭২।

চট্টগ্রাম থেকে লক্ষীপুরগামী যাত্রীদের কাছে এই রুটে চলাচলের জন্য শাহী পরিবহন বেশ জনপ্রিয় একটি বাহন।

প্রায় দেড় যুগ ধরে এই রুটে চলাচল করছে শাহী পরিবহন। জন্মলগ্ন থেকেই নেই অনেকগাড়ীর চলাচলের রুট পারমিট। 

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭৭ নং ধারায় আছে রুট পারমিট ব্যতীত পরিবহন যান চালনা করা বা চালনার অনুমতি দেওয়া অনধিক ৩ মাসের কারাদণ্ড বা অনধিক ২০হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দন্ড কিন্তু আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রুট পারমিট ব্যতীত চলাচল করে আসছে শাহী পরিবহন। 

এ ব্যাপারে জানতে চাইলে শাহী পরিবহনের মালিকের ছেলে রায়হান চিশতী প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আমাদের সকল গাড়ির চলাচলের রুট পারমিট নিয়ে চলাচল করে রুট পারমিট ব্যতীত আমাদের কোন গাড়ি চলাচল করে না।  চট্টগ্রাম নগরীর এ.কে খান মোড় থেকে প্রতিদিন লক্ষীপুর যায় শাহী পরিবহন ।

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সদস্য সচিব মোক্তার হোসেন প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, শাহী পরিবহন সহ অন্যান্য পরিবহন গুলোর বিরুদ্ধে এমন অভিযোগ ঠাসা। এইসব পরিবহন গুলোর মালিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হওয়ায় প্রশাসনের সদিচ্ছা থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।

এই বিষয়ে জানতে চাইলে বিআরটিএর বিভাগীয় উপ-পরিচালক মোঃ শহীদুল্লাহকে একাধিকবার মুঠোফোনে কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

এই ব্যাপারে জানতে চট্টগ্রাম হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম সিকদার প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, অনিবন্ধিত সকল গাড়ির ডিসেম্বর পর্যন্ত ফিটনেস ,ট্যাক্স-টোকেন রুট পারমিট আপডেট করার সময়  দিয়েছে সরকার। এর আগে কোন ব্যবস্থা নয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস.এম মোস্তাক আহম্মেদ প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, রুট পারমিট ছাড়া গাড়ি চালানো সড়ক আইনে স্পষ্ট লঙ্গন। শাহী পরিবহনের ব্যাপারে আমার জানা নেই তবে অভিযোগ গুলো আপনার মাধ্যমে জেনেছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবো। অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মাননীয় প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সড়কের শৃঙ্খলা ফেরাতে এসব পরিবহনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও কঠোর নির্দেশনা দিয়েছেন।